ব্রিটিশ বিরোধী আন্দলোনের বিপ্লবী মাস্টার দা সুর্য্যসেন প্রীতিলতা ওয়াদ্দেদার সহ বিপ্লবী আন্দলোনের বিভিন্ন স্থাপনা রয়েছে ধলঘাট ইউনিয়নে। এই ইউনিয়নে রয়েছে প্রিতীলতা ওয়াদ্দেদারের আবক্ষ মূর্তি। তবে লোখমুখে জানা যায় এই ইউনিয়নে অনেক পুরানো একটি ঘাট ছিল তার নামানুসারে এই ইউনিয়নের নাম হয় ধলঘাট।১৯৮৫ সালে প্রশাসনিক কাজের সুবিধার্থে তৎকালীন প্রশাসক ধলঘাট নামে আলাদা ইউনিয়ন গঠন করা হয়। বর্তমানে ১৯টি ছোট বড় গ্রাম মিলিয়েই সুবিল ইউনিয়ন পরিষদ।
ধলঘাট ইউনিয়নের নাম নিয়ে দুটি জনশ্রুতি রয়েছে, পূর্বে আশিয়া ইউনিয়ন এর গ্রামেই মুসলিমদের আধিপত্য ছিল। কয়েকটি গ্রাম নিয়ে একটি বড় বিল থাকায় নাকি আশিয়া নামকরণ করা হয় । তবে ঐ সময়ে নৌকাই ছিল ধলঘাট ইউনিয়ন একমাত্র যোগাযোগ স্থাপনকারী বাহন ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS